জামাতের রাজনিতী নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে
হি হি। খুশী হইলাম - বিএনপি প্রজন্ম চত্তরের আন্দোলনের সমর্থন দিছে শেষ পর্জন্ত। এতদিন যারা এই আন্দোলনকে নানা ভাবে কলঙ্কিত করার চেস্টা করেছে, তারাই এখন হালে পানি না পেয়ে মত ঘুরিয়ে বলছে বিএনপি ক্ষমতায় গেলে মানবতাবিরোধীদের বিচার করবে। প্রশ্ন হল বিএনপি কি মানবতাবিরোধীদের বিচার করবে নাকি রাজাকারদের??? আমাদের কাছেতো দুইটা একই জিনিস। প্রকাশ্যে এড়িয়ে চলবেন, আর গোপনে??? স্বামী স্ত্রী
ক্ষমতায় গেলে বিচার করবেন, বুঝলাম। তার মানে কি এইটা যে ক্ষমতায় না গেলে বিচার করবেন না?? তার মানে বিচার পেতে হলে জনতাকে আগে আপনাদেরকে ক্ষমতা দেয়ার নিশ্চয়তা দিতে হবে??? ক্ষমতায় যাওয়ার আগ পর্জন্ত জামাত আপনাদের সাথে থাকবে, এর পর ক্ষমতায় গেলে মানবতাবিরোধীদের বিচার করবেন??? :O :O আপচুচ...... বাঙালি ঘুম থেইকা জাইগা গেছে
এই আন্দোলনে স্পস্ট হয়েছে যে, জামাত শিবির একদিকে আর গোটা বাংলাদেশ অন্যদিকে। কিছুদিন আগেই খালেদা জিয়া এক জনসমাবেশে বলেছিলেন "কাদের মোল্লা, নিজামী, সাইদী দের কে নিস্বর্ত মুক্তি দিতে হবে
যদি সেটা না হয় তাহলে আগে জামাতকে জোট থেকে বহিস্কার করুন। সমাবেশ করে নিজেদের ভুল স্বীকার করুন, বলুন "জামাত রাজাকার, বাংলার মাটিতে এদের বিচারের রায়ে সর্বোচ্চ শাস্তি ফাসি হোক।" আগামী নির্বাচনে এর সুফল পেতেও পারেন। অন্যথায় ----
ফন্দি কইরা কুনু লাভ নাই
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



