বইয়ের নাম – সেরা কিশোর গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকাশনা – গদ্যপদ্য
উপদেষ্টা সম্পাদক – হায়াৎ মামুদ
ভূমিকা ও সম্পাদনা – বিশ্বজিৎ ঘোষ
(প্রচ্ছদের ছবি আপলোড করতে না পারার জন্য দুঃখিত)
বইয়ের নাম দেখেই যেই পরিমাণ আকৃষ্ট হয়েছিলাম সেটি যেন বাঁধ ভাঙ্গার জন্য খোলা একটা জায়গা পেল যখন সংকলন টি প্রসঙ্গে সম্পাদকের কথা টি পড়লাম।
বইটা কেন পড়া প্রয়োজন সেটা সম্পাদকের কথা থেকেই ভাল মত বোঝা যাবে বলে আমার মনে হয়। তাই সম্পাদকের কথার অংশবিশেষ তুলে ধরি –
“বাংলা সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ লেখক রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। বিশ্বকবি হিসেবেই আমাদের কাছে তিনি সমধিক পরিচিত। কবি, ঔপন্যাসিক, ছোটগাল্পিক, নাট্যকার, প্রাবন্ধিক, গীতিকার, চিত্রশিল্পী, শিক্ষাচিন্তক, দার্শনিক নানা পরিচয়ে তিনি বিশিষ্ট। এত সব পরিচয়ের ভিড়ে শিশু-সাহিত্যিক হিসেবে রবীন্দ্রনাথকে আমরা অনেক সময়ই ভুলে থাকি। শিশু-কিশোরদের স্বপ্নচারী ও কল্পনামুখী করার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিশু-সাহিত্যের ভূমিকা অপরিসীম। সাহিত্যের মাধ্যমে রবীন্দ্রনাথ শিশু-কিশোরদের ঘুম-পাড়াতে চাননি, বরং চেয়েছেন ঘুম ভাঙাতে।”
এখন বইয়ের ভেতরে ঢোকার পালা। দেখলাম, মোট ১৯টি ছোটগল্প এখানে সংকলিত করা হয়েছে। যথা –
ইচ্ছাপূরণ
পোস্টমাস্টার
খোকাবাবুর প্রত্যবর্তন
কাবুলিওয়ালা
তোতাকাহিনী
রামকানাইয়ের নির্বুদ্ধিতা
বলাই
রাজপুত্তুর
সুয়োরানীর সাধ
বিদূষক
পুনরাবৃত্তি
বাচস্পতি
শিবুরাম
ডাকাতের গল্প
ইঁদুরের ভোজ
ছুটি
অতিথি
নতুন পুতুল
যৌতুক
সবগুলোই ছোটগল্প। যেহেতু গল্পগুলো আকারে ছোট তাই কাহিনী-সংক্ষেপ লিখে পোস্ট টি কে বিস্তৃত করবনা।
মন্তব্য হিসেবে একটা কথাই বলব – অল্পেই তুষ্ট!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


