আমরা কী ভুলে গেলাম?
কত কিছুই তো দেখলাম আর জানলাম যার জন্য আমরা কখনোই অপেক্ষা আশা করিনি। তাই প্রতিবাদ করেছিলাম। তবে বেশি দিন টেকেনি। এরকম ই ভুলে যাওয়া কিছু কথা মনে করিয়ে দিতে চাই-
শিশু হত্যা! রাজন এর কথা!
নববর্ষ -এ টিএসসি তে ঘটে যাওয়া সেই ঘটনা।
আরো কিছু ব্যপার ছিল যা আমি নিজেও সম্ভবত ভুলে গিয়েছি। আরেকটু পিছে যাওয়া যাক।
সাগর-রুনী হত্যার কথা ও মনে হয় আমরা ভুলেই বসেছি।
বাঙালি না মুক্তিযোদ্ধা জাতের! এখন শুধু জাত টা ই দেখতে পাই প্রতিবাদ তো আর চোখে দেখিনা।
আপনার কী মনে হয়, জানাবেন।
শেষ প্রশ্ন -
আমরা কি ভুলে গিয়েছি?
পালটা প্রশ্ন - আমরা কী আসলেই ভুলতে পারি? মনে আছে ঠিক ই। অর্থাৎ, মন এ আছে! বাইরে যাকে প্রতিফলন করা হয়নি আরকি।
আশা করি প্রশ্নপত্র ফাঁস নিয়ে যেই প্রতিবাদ চলছে সেটা সফল হবে। আর যদি তা না হয়, তাহলেও সমস্যা নেই।
কয়েকদিন পরে তো ভুলেই যাব। তাই না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


