ভালোবেসে তোকে চেয়েছিলাম আমার পাশে
কতটা তা কি তুই বুঝতে পারিস ...?
ইচ্ছে হতো ওড়না দিয়ে কিংবা শাড়ির আঁচলে বেঁধে জড়িয়ে রাখি আমার বুকের সাথে, যাতে তুই পালাতে না পারিস---!
রাখিনি বলেই কি তুই পালিয়ে গেছিস? কিন্তু তুই তো আমার বুকের ভেতরে আছিস ...
পালিয়ে গেলেও তো সেথায় দিব্বি বেঁচে আছিস...!
ইচ্ছে হতো জ্যোৎস্না রাতে খোলা আকাশের নীচে ছাদে বসে তোর খুব কাছে যেতে ...
যাতে করে তোর বুকে মুখ গুজে একটু সুখের কান্না কাঁদতে পারি...
থমকে থমকে কেঁপে ওঠা এইআমার পিঠে আলতো করে হাত বুলিয়ে যাতে তুই বকতে পারিস...!
তোর অত কাছে গিয়ে কিভাবে আমার হৃদস্পন্দন থেমে যায় তুই দেখতে পারিস... !
কিন্তু তুই কি করলি রে...? দুম করেই লাপাত্তা হয়ে গেলি -- !
কিভাবে এখন এই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তা তুই টের পাচ্ছিস না... বোঝারও চেষ্টা করিস না...!
প্রতিদিন তোকে ভালোবাসার কথা বলি পাগলা, প্রতিদিন তোকে লিখি কিন্তু সব-ই ফিরে আসে আমার কাছে আবার,
তুই দেখিস না কিংবা তোর কাছে যায়না...!
তুই কি জানিস পাগলা, তোকে কতটা ভালোবাসি ...? জানিস না!
তবে শোন, যতটা ভালবাসলে নিজেকে ভুলা যাওয়া যায়,
যতটা ভালবাসলে সব ভুলে শুধু তোকেই মনে রাখা যায় ঠিক ততটা ভালোবাসি রে...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





