কিন্তু মুসরমানদের অসহত্বের দিনে কতখানি তারা সাহায্য করেন। আজ বার্মার ঘটনায় ক'টা মুসলমান দেশ এগিয়ে এসেছেন? আজ সাঈদীকে বাচানোর জন্য টিম পাঠিয়েছেন বাংলাদেশে?
অথচ ইরানের কিছু কিছু কাজ আসলেই প্রশংসারদাবী রাখে । এ খবরটা শুনে ভল লেগেছে তাই শেয়ার করলাম যেমন :
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জন্য ইরানের মানবিক সাহায্য ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছেছে। ইরানের বার্তা সংস্থা মেহর এ খবর দিয়েছে।
থাইল্যান্ডে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন কামালিয়ান জানিয়েছেন, শিগগিরি এসব ত্রাণ-সামগ্রী সিতুয়ে শহরে পৌঁছানো হবে এবং রোহিঙ্গা মুসলমানদের মাঝে বিতরণ করা হবে। দ্বিতীয় চালানে আরও ইরানি ত্রাণ-সামগ্রীর পাঠানো হচ্ছে ।
হোসেইন কামালিয়ান জানান, ত্রাণ-সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য, তাবু, কম্বল এবং আরো কিছু মৌলিক পণ্য। ইরানের জাতীয় সংসদের কয়েকজন সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইমাম খোমেনি রিলিফ কমিটির সদস্য এবং ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা এসব পণ্য বিতরণের কাজে অংশ নেবেন।
১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভের পর থেকে রোহিঙ্গা মুসলমানরা নির্যাতন ও উপেক্ষার বস্তুতে পরিণত হয়েছে। সম্প্রতি দেশটির সরকারের প্রত্যক্ষ মদদে উগ্রবাদী বৌদ্ধদের হামলায় হাজার হাজার রোহিঙ্গা মুসলমান নিহত ও কয়েক লাখ মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর নিন্দা ও প্রতিবাদ জানালেও মিয়ানমার সরকার তা আমলে নিচ্ছে না। মিয়ানমারের কথিত গণতন্ত্রীপন্থী বিরোধী নেত্রী অং সান সুচিও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



