চীনা পিপলস লিবারেশন আর্মি সাফল্যের সঙ্গে আমেরিকার একটি বিমানবাহী যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে। এই খবরটির শিরোনাম পড়ার সাথে সাথে আমি দারুণ টেনশন অনুভব করছিলাম ।
তবে, এ ঘটনা বাস্তবে ঘটেনি, ঘটেছে যুদ্ধ মহড়ায়। মহড়াটি অনুষ্ঠিত হয়েছে গোবি মরুভূমিতে আর সেখানেই চীনা সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিমানবাহী যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে। তাইওয়ানের ওয়ান্ট চায়না টাইমস এ খবর দিয়েছে।
তবে, মহড়া হলেও এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেল যে, আমেরিকাকে লক্ষ্য করেই এখন চীনের সামরিক প্রস্তুতি চলবরটি পড়ার সাথে সাথে ছে এবং তারা মার্কিন সামরিক বহিনীর ওপর বিশেষভাবে নজর রেখে চলেছে। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনও সম্প্রতি ঘোষণা করেছে, চীনই হচ্ছে তাদের সামনে এ মুহূর্তের প্রথম হুমকি।
মহড়ার বিষয়ে গুগল আর্থ যে স্যালেটলাইট ইমেজ প্রকাশ করেছে তাতে দেখা যায়- গোবি মরুভূমিতে চীনের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ডিএফ-২১ ডি'র আঘাতে দু'শ' মিটার লম্বা বিমানবাহী জাহাজের ডামি মাটিতে ডুবে গেছে। দু'হাজার কিলোমিটার দূর থেকে বিমানবাহী যুদ্ধজাহাজের ওপর আঘাত হানে ডিএফ-২১ ডি ক্ষেপণাস্ত্র। চীন এ ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে 'ক্যারিয়ার কিলার' বা 'বিমানবাহী যুদ্ধজাহাজ ঘাতক'।
ওয়ান্ট চায়না টাইমস হচ্ছে তাইওয়ানের ৬৩ বছরের একটি ঐতিহ্যবাহী পত্রিকা এবং নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে এর দারুন সুনাম রয়েছে।
এদিকে, গোবি মুরভূমিতে চীনা সামরিক বাহিনী এ সফলতা পেলেও অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, বাস্তব যুদ্ধের সময় সমুদ্রে এ ধরনের সফলতা পাওয়া অর্থাত জাহাজ ডুবিয়ে দেয়া আরো কঠিন। সে ক্ষেত্রে মহড়ায় চীনের এ সফলতা শেষ কথা নয়।#
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



