somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুত্ব (বন্ধুত্ব নিয়ে বিখ্যাত সব উক্তি:-)

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতায় রূপ নেয়,
যখন একে অপরকে ভুল বুঝে।
বাস্তবে এমন কোনোঘটনা ঘটে না,
যার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিণত হবে।
আর যদি এমন কিছু ঘটে,
তবে বুঝতে হবে তা বন্ধুত্ব ছিলো না।

তোমার বন্ধু যখন বিপদে থাকবে,
তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর।
কিন্তু, যখনসে খুশিতে থাকবে,
তখন সে না ডাকলে যেওনা।
-------- শেক্সপিয়ার

১. আমার সব থেকে ভালো বন্ধু হল
আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে
হাঁসে না।
চার্লি চ্যাপলিন
২. আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই,
সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই
বন্ধুকে চাই।
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩. আমার ভালো বন্ধুদের কথা মনে করে
আমি যতোটা সুখী হতে পারি, অন্য
কোনোভাবে ততোটা সুখী হতে
পারি না।
-উইলিয়াম শেক্সপিয়ার
৪. একজন সত্যিকারের বন্ধু তোমাকে
সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
-অস্কার ওয়াইল্ড
৫. আমাদের রহস্যময়তার পরীক্ষণে
প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময়
জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান
এবং বন্ধুত্ব।
-অ্যালবার্ট আইনস্টাইন
৬. আমার বন্ধুরা আমার সাম্রাজ্য।
-এমিলি ডিকেনসন
৭. দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু
নেই।
-অ্যারিস্টটল
৮. আলোতে একাকী হাটার চেয়ে
বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম।
-হেলেন কিলার
৯. সবকিছুর শেষে আমরা আমাদের
শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু
বন্ধুর নীরবতা মনে রাখবো।
-মার্টিন লুথার কিং
৯. বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু
বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার
পরিচর্যা করো।
-সক্রেটিস
১০. বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের
বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের
বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে।
-স্যামুয়েল জনস্টন
১১. সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে
ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে।
-জর্জ ওয়াশিংটন
১২. বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন
ভালোবাসা।
-লর্ড
১৩. অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা
আলোতে একা হাঁটার চেয়ে ভালো।
-হেলেন কেলার
১৪. বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায়
স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর
না। আর না? সারা জীবনে আর না?
জীবন জুড়ে যারা থাকে তারা কেউ
কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি
আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে
ধরতে হয়।
-শিবরাম চক্রবর্তী
১৫. কখনো কোন বন্ধুকে আঘাত করো না,
এমনকি ঠাট্টা করেও না।
-সিসেরো
১৬. মনে রেখো তোমার শত্রুর শত্রু
তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু
তোমার শত্রু।
-হযরত আলী (রাঃ)

১৭. আগন্তুকের কোনো বন্ধু নেই,
আরেকজন আগন্তুক ছাড়া।
-শেখ সাদি
১৮. তুমি যদি সত্যিকার অর্থেই শান্তি
চাও, তোমাকে তোমার শত্রুদের
সাথে কাজ করতে হবে, তাহলেই সে
তোমার সহকর্মী হতে পারবে।
-নেলসন ম্যান্ডেলা
১৯. আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি
যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে
থাকা।তাকে দেয়ার মতো কোন সম্পদ
আমার নেই।সে যদি জানে যে আমি
তাকে ভালবেসেই সুখী, সে আর কোন
পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব
কিস্বর্গীয় নয়?
- হেনরি ডেভিড থিওরো
২০. একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার
আত্মীয়ের সমান।
- ইউরিপিদিস [গ্রীক নাট্যকার]
২১. বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময়
পৃথিবীকে একত্র রাখতে পারবে।
- উইড্রো উইলসন
২২. কোন মানুষই অপ্রয়োজনীয় নয়
যতোক্ষন তার একটিও বন্ধু আছে।
- রবার্ট লুই স্টিভেন্স
২৩. একজন সত্যিকারের বন্ধু, কখনো বন্ধুর
আচরণে ক্ষুব্ধ হয়না।
…..চার্লস ল্যাম্ভ।
২৪. প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।
…….এমারসন।
২৫. বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরাকারী
ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে
একটি গুপ্তধন পেলো।
………..নিটসে।
২৬. গোপনীয়তা রক্ষা না করে চললে,
বন্ধুত্ব টিকে না।
…….চার্লস হেনরি ওয়েব।
২৭. . ''কোন মানুষই অপ্রয়োজনীয় নয়
যতোক্ষন তার একটিও বন্ধু আছে''।
___রবার্ট লুই স্টিভেন্স
২৮. সবকিছুর শেষে আমরা আমাদের
শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু
বন্ধুর নীরবতা মনে রাখবো।
……মার্টিন লুথার কিং।
২৯. বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু,
বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার
পরিচর্যা করো।
…….সক্রেটিস।
৩০. বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের
বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের
বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে।
……স্যামুয়েল জনস্টন।
৩১. নিয়তি তোমার আত্মীয় বেছে
দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।
-জ্যাক দেলিল , ফরাসী কবি
৩২. আমার ভালো বন্ধুদের কথা মনে
করে আমি যতোটা সুখী, অন্য কোনো
ভাবে ততোটা সুখী হতে পারিনা।
…….উইলিয়াম শেক্সপিয়ার।
৩৩. একজন সত্যিকারের বন্ধু তোমাকে
সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
……অস্কা
৩৪. বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর।
- এরিস্টটল
৩৫. আহ্, কী ভালোই না লাগে- পুরনো
বন্ধুর হাত।
-মেরি এঙলেবাইট
৩৬. নিয়তি তোমার আত্মীয় বেছে
দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু !!
______ জ্যাক দেলিল
৩৭. একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু
একজন ভালো বন্ধু পুরো একটি
লাইব্রেরির সমান... - ডাঃ এ পি জে
-আব্দুল কালাম
৩৮. ''সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো
বন্ধু''।
____ জর্জ হা
৩৯. বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা
থাকে।
- প্লেটো
৪০. যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে
কতক্ষন।
জীবনানন্দ দাশ
৪১. কাউকে সারা জীবন কাছে পেতে
চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব
দিয়ে আগলে রাখো। কারণ প্রেম
একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব
কোনদিন হারায় না
উইলিয়াম শেক্সপিয়র
৪২.বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী
ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে
একটি গুপ্তধন পেলো।
নিটসে
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রফেশনাল জীবনের ত্যাক্ত কথন :(

লিখেছেন সোহানী, ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৪



আমার প্রফেশনাল জীবন বরাবরেই ভয়াবহ চ্যালেন্জর ছিল। প্রায় প্রতিটা চাকরীতে আমি রীতিমত যুদ্ধ করে গেছি। আমার সেই প্রফেশনাল জীবন নিয়ে বেশ কিছু লিখাও লিখেছিলাম। অনেকদিন পর আবারো এমন কিছু নিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমি হাসান মাহবুবের তাতিন নই।

লিখেছেন ৎৎৎঘূৎৎ, ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩



ছোটবেলা পদার্থবিজ্ঞান বইয়ের ভেতরে করে রাত জেগে তিন গোয়েন্দা পড়তাম। মামনি ভাবতেন ছেলেটা আড়াইটা পর্যন্ত পড়ছে ইদানীং। এতো দিনে পড়ায় মনযোগ এসেছে তাহলে। যেদিন আমি তার থেকে টাকা নিয়ে একটা... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

×