এটা ঠিক ২০০০৩ এর কথা .........খুব শীতকাল আমি তখন ক্লাস নাইনে পড়ি আন্টির সাথে গ্রামে বেড়াতে যাই একটা বিয়েতে....ওখানে অনেকের সাথে পরিচয় হয়
তার ভেতরে উল্লেখ যোগ্যে সাওন,সানী যে ক'দিন ছিলাম ওরা আমাকে খুব ভাল বন্ধু মনে করেছে..........
আমি ফিরে আসি.................তার পর আর কখনো দেখা হয়নি। মাঝে মাঝে চিঠি বিনিময় হতো হঠাৎ করে বাসা বদল হারিয়ে ফেললাম ঠিকানা
তারপর একদিন ফোনে আলাপ এবার হারিয়ে ফেললাম ফোন নাম্বার আর কখনো ওর সাথে কথা হয়নি দীর্ঘ দিন ধরে ওর সাথে কোন যোগাযোগ নাই (সানী) আমার খুব ভাল বন্ধু আমি ওকে খুব মিস করি।আমি যদি আবার ওর ঠিকানা খুজে পেতাম । please কেউ কি পারেন আমার হারানো বন্ধুটিকে খুজে দিত।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




