
আচ্ছা... গুটি গুটি পদক্ষেপে শুরু করা যাক, আরেকটি বইয়ের পদচারণার গল্প।
আমার পরবর্তী বইটি একটি গল্পগ্রন্থ। নাম, 'ভাঁটফুলের সৌরভ'। মোট ৭টি গল্প থাকছে বইটিতে। গল্পগুলোর আকৃতি একইরকম নয়। বড়গল্প ছোটগল্প এসবের সমন্বয়ে লেখা। গল্পগুলোকে হাত পা ছড়িয়ে বাড়তে দিয়েছি। জোর করে থামতে দিতে চাইনি। ৩০০০ শব্দসীমা থেকে শুরু করে ৮০০০ শব্দসীমার গল্প থাকছে বইটিতে।
বইটার থিম সম্পর্কে কেউ জানতে চাইতে পারেন। আমি আমার গল্পগ্রন্থগুলোকে থিমকেন্দ্রিক করার পক্ষপাতী। যেমন, 'রোদ্দুর খুঁজে ফিরি'র একটা থিম ছিল, তেমনি 'ভাঁটফুলের সৌরভ'ও একটি থিমকে মাথায় রেখেই লিখতে চেয়েছি।
বইটির নামের মধ্যেই থিমটা সুপ্ত আছে। ভাঁটফুলের সাথে যাদের শৈশব কৈশোর মিশে আছে, তারাই হয়ত জানেন এই ফুলের সাথে আমাদের অবিচ্ছেদ্য সম্পর্কের গল্পগুলো। খুব স্নিগ্ধ খুব সাধারণ...অথচ খুব প্রিয় একটা সৌরভ মিশে আছে এই ফুলের সাথে।
আমাদের জীবনের গল্পগুলোও এরকম। সাদামাটা, আড়ম্বরহীন। অথচ এই গল্পগুলো আমাদের জীবনের বাঁকে বাঁকে এমন অবিচ্ছেদ্য সুরভি রেখে যায়, আমরা যেগুলোকে চাইলেও মুছে ফেলতে পারি না। এই সুরভি কখনো আমাদের পথ দেখায়। আবার কখনো পথের মাঝখানে এমন কিছু প্রশ্নবোধক চিহ্ন রেখে যায় যেগুলোকে আমরা প্রাণপনে উপড়ে ফেলতে চাই, অথচ পারি না।
দিনশেষে ভাঁটফুলের স্নিগ্ধ মিষ্টি সৌরভটাও ম্লান হয়ে যায়। সেই গল্পটাও আমরা জানি। জীবনের গল্পগুলো তো এমনই! রূপকথার গল্প নয় এগুলো...তাই স্নিগ্ধতার পাশাপাশি কটু অস্বস্তিকর গন্ধটাকেও মেনে নিতে হয়।
খুব ছোট্ট করে বইটির সাতটি গল্পের সারসংক্ষেপ জানিয়ে রাখছি।
প্রথম গল্প 'এক চিমটি অ-সুখ। নব্য বিবাহিত দম্পতির সুখ উপচানো জীবনে হঠাৎ দেখা মেলে এক চিমটি অ-সুখের। প্রশ্নবিদ্ধ হয়ে যায় সুখের সমস্ত ব্যাকরণ।
দ্বিতীয় গল্প 'চেয়ার'। এক নিম্নবিত্ত পিওনের জীবনের গল্প যে সারাজীবন একটি চেয়ারে বসার স্বপ্নকে লালন করে চলে। চেয়ারে বসা অর্থাৎ একটু সম্মানের সাথে বাঁচতে পারা। আশায় উদ্দীপ্ত হয়ে ওঠে তার জীবন যখন সম্ভাবনা চলে আসে অনেক কাছে।
তৃতীয় গল্প 'নো-ম্যান'স ল্যান্ড'। হৃদয় আর সৌন্দর্যের ঐশ্বর্যে ধনবান নোমান নিজের সম্পর্কে প্রায়ই একটা কথা বলে, তার মনটা নাকি নো-ম্যান'স ল্যাণ্ড। বন্ধুরা কেউ এই কথার অর্থ বুঝতে পারে না। কিন্তু সত্যতা টের পায় সবাই। অবশেষে একদিন অর্থটা পরিষ্কার হয়ে যায় এক বন্ধুর কাছে।
চতুর্থ গল্প 'প্রবোধ'। আমাদের সন্তানদের জীবনের কোন সময়টাকে আমরা সবচেয়ে আনন্দের সাথে স্মরণ করি? হয়ত তাদের শৈশব, তাই না? কারণ শৈশবে সন্তান থাকে আমাদের খুব কাছে, বুকে জাপ্টে ধরে রাখা যায় তাকে। যত বড় হতে থাকে, নতুন ভূবনের হাতছানি তাকে ধীরে ধীরে সরিয়ে ফেলে অনেক দূরে। মনকে তখন কত ভাবেই না প্রবোধ দিয়ে যেতে হয়!
পঞ্চম গল্প 'মাস্টারমাইন্ড'। আমার সবচেয়ে প্রিয় গল্প এই বইয়ের। এই গল্পে একজন দুর্ধর্ষ মাস্টারমাইন্ডের গল্প বলতে চেয়েছি। আশেপাশের চরিত্রগুলোকে নিখুঁত ছকে সাজিয়ে চলে সে। খুব বেশি কিছু আর না বলাই ভালো হবে। এই গল্পটি থ্রিলার ধাঁচের। তবে অবশ্যই সামাজিক আবহে।
ষষ্ঠ গল্প 'মঞ্জুদি'। প্রায় একটি উপন্যাসিকা। এটি মঞ্জুরিমা নামের এক অপরূপ রূপসী মেয়ের জীবনের গল্প, যা বর্ণিত হয়েছে একজন কিশোরের বয়ানে। মঞ্জুদির যৌবনকালে সে ছিল কিশোর মাত্র। অবশ্যই ইঁচড়েপাকা কিশোর।
সপ্তম গল্প 'আফোটা'। এটি একটি আড়ম্বরহীন সাদামাটা ভালোবাসার গল্প। কিন্তু ভালোবাসার ফুলটা কখনো ফুটতে পারে না। এটিকে তাই বলা যেতে পারে একটি আফোটা ভালোবাসার গল্প।
বইটি ইনশাআল্লাহ নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে আশা করছি। মাত্র ৭ ফর্মার এই বইয়ের মলাটমূল্য অত্যন্ত কম। মাত্র ২০০ টাকা। বইটি প্রকাশ করছে চলন্তিকা প্রকাশনী।
প্রি অর্ডার লিংকগুলো জেনে নিন,
১) বই নিন
https://www.facebook.com/permalink.php?story_fbid=122149540210855&id=103061642119645
২) দূরবীন
https://www.facebook.com/durbiin.../posts/1718150395241866
৩) চলন্তিকা
https://www.facebook.com/chalanttika/posts/1558998034456664
৪) রকমারি
https://www.rokomari.com/book/220693/bhatphuler-sourobh
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



