ভালবাসা দিবস সম্মুখে দাড়িয়ে। তাই আজ বলতে ইচ্ছে হয় শুধু ভালবাসার কথা। মানুষ মাত্রই ভালবাসার কাঙ্গাল।আমরা ভালবাসা পেতে চাই, ণিপূনভাবে আপন জনকে ভালবাসা দিতে চাই। আসলে আমরা ভালবাসতে চাই তাকে, যখন বিশ্বাস জন্মে কেউ ভালবাসে আমাকে।
আশ্চর্য্য হলেও সত্য, আমরা কেউ কেউ ভালবেসে যাচ্ছি অবিরত!!! কেউ কামনায়, কেউ বাসনায়, কেউ প্রেরনায় কেউবা ফ্যশন হিসেবেই বেছে নিচ্ছে একাধিক সঙ্গি
ভালবাসা দিবস সকলের জীবনে আনুক মঙ্গলবয়ে।সকলের সুখময়-প্রেমময় জীবন কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




