আকুঁপাঁকু করে মন তোমার জন্য
আঁতাতঁ করতে চাই শতবার কিন্তু তোমার মন বন্য,
আঁতলামো করে সেদিন বলেছিলাম তোমায় ভালবাসি
আইনকানুন জানি নাই প্রেম নিবেদনের তোমার কি হাসাহাসি।
আউলা মন আমার কখন কি বলে
আকস্মিক তোমায় দেখে সব গিয়েছিলাম ভুলে।
আকাঙ্ক্ষা আমার তুমি হবে ঘরণী
আকারইঙ্গিত ভালো না তোমার
আকাশচুম্বী মন তোমার এখনো টলেনি।
আকুল মন শোনে না কোন বারণ
আগুন ছড়িয়েছে মনে তুমি যে তার কারণ,
আজাদ চাই মনে শান্তি চাই
আদর- ভালবাসার বিনিময়ে তোমার মনে দিও ঠাঁই,
আদেশনামা পালন করবো তোমার করবো না ধানাইপানাই....

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



