বিষণ্ন আকাশ জুড়ে বেড়ে উঠে খণ্ড খণ্ড মেঘেরা
পলি জমে জোয়ারের দিনে, ভরে উঠে চর
তীর ভেঙ্গে নদী হয়, বাড়ে দূরত্ব কুলে কুলে
কোথাও জাগে অন্য তীর, ঘর বাঁধে পাখিরা।
বার বছর আগের কেউ এখন পাকা সংসারী
বন্ধু-প্রতীম সজনে গাছটি মরে গেছে বিয়োগে,
মরা গাঙ্গের কিনার-পথটি কি তেমনি আছে?
চেনা মুখগুলো বলেঃ আজো কেন স্বপ্নচারী?
পৃথিবী থেমে নেই; নেই সেই লাবণ্য-মন
মন তবু রয়ে গেছে যা ছিল তেমন,
সময়ের দৌড়ে যেন চিরপিছু একজন
স্বপ্ন নেই, জিজ্ঞাসা- 'ক'বে বড় হবি তুই মন'?
30.03.2006
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য [link|http://www.billnymanart.com/photos/lost
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



