আমি জানি গো আমি জানি
যে পথের তরে সৃষ্টি আমি
সে পথের তরী বাইতে আমার
রক্ত ঝরবে জানি
তবুও যদি না হারাই এ পথের দিশাখানি।।
যে পথের পাওয়া সাধনাতে হায়
যে পথের দিশা প্রভু দিয়ে যায়।
যে পথে মাড়িয়ে চলতে হয় গো
মৃতু্যর কানাকানি
তবুও সে পথে নেই কোন দুখ্
নেই কোন ভয়-গ্লানি।।
যে পথের শুরু এই ভব হতে
যে পথের শেষ প্রিয় জান্নাতে।
যে পথে দেখে চলতে হয় গো
প্রভুর অমর বাণী
সেই সে পথের বাঁকে বাঁকে আছে
প্রভুর মেহেরবাণী।।
06.03.2000, রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।
ছবির জন্য [link|http://images.google.com/imgres?imgurl=http://www.4arabs.com/cards/islamic/8.gif&imgrefurl=http://www.4arabs.com/vcard/card2.html&h=250&w=175&sz=7&hl=en&start=83&tbnid=l0BvGNUxseSfjM:&tbnh=111&tbnw=78&prev=/images

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


