নবমের সঙ্গীত মূচ্র্ছনায় আবেদন,
দশমের ফুলে ফুলে জড়ানো একুশের মালা
বিদায়ের আবেদনী দিন শেষে অশ্রুর বিচ্ছেদ;
সবই তো মাড়িয়ে এলাম নগরের শীর্ষে
সেখান পাইনি খুঁজে অরণ্য আমার।
ফলাফলে-
আমি ফেলে এসেছি প্রামাণ্য সেদিন
ধারণ করেছি বুকে শহুরে সুদিন,
অথচ বুকের যমীন হাতড়ে দেখি ফেলে এসেছি
গ্রামীন জীবনে আমার সবুজ মন।
শাপলা-শালুক দিনের ফুলগুলো কি
আসলেই ভুল ছিল?
ভুলগুলো কি বর্তমানের দৃষ্টিপাতে
সত্যিকথার মূল ছিল?
নিন্দ একক প্রহর এখন অনিন্দ দেখায়
হৃদয় মাঠের ফসল তোলার মৌসুম চলে যায়
স্বপ্নে এসে গান শুনিয়ে আজো প্রথম হয়
ধড়ফড়িয়ে স্বপ্ন ভেঙ্গে জীবন ফিরে পাই
ফেরার কথা হয়নি এখনো মেঘনার সমতটে
স্বপ্নচারীর শিল্প উঠেনি জীবন-রঙিন পটে।
০৫.১২.২০০৬
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
স্বপ্ন থেকে জেগে উঠে লেখা।
ছবির জন্য [link|http://invisiblecinema.typepad.com/invisible_cinema/images/pinkflower_2.jpg|K

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

