সেই কবে কাল থেকে অপেক্ষা করছি, কবে আসবে বাংলাদেশে অপটিক্যাল ফাইবার সংযোগ। ভার্সিটির ল্যাবে বসি ব্রাউজ করার জন্য। 5-6 মিনিটেও একটা পেজ অপেন হয় না। তখন মেজাজ খারাপ হয়। সাইবার ক্যাফেতেও তেমন গতি পাওয়া যায় না, কিন্তু তবু প্রচুর কাজ করতে হয় ইন্টারনেটে। কি আর করব? শালা চোর চেট্টার দল, এখনো অপটিক্যাল ফাইবার সংযোগ টা দিতে পারছে না সারা দেশে, শুধু শুধু মুখে বড় বড় কথা।
জনগনের দ্্বারা পিটানো কোন নিয়ম থাকলে শালাদের হাত পা ভেঙ্গে দিতাম । কি বলেন? আপনারা কি করতেন? বলেন দেখি, আর কত সহ্য করা যায়?
একটা কিছু করা দরকার এদের বিরুদ্ধে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




