বলাবাহুল্য, এটি একটি পরীক্ষামূলক পোস্ট। নানা কারণে একটি মন্তব্য সেরা কিংবা ব্যতিক্রমী হয়ে উঠতে পারে। আমার চোখে আজকের সেরা কয়েকটি মন্তব্য নিচে দিলাম। অন্য ব্লগাররাও দিতে পারেন। না দিলেও মতামতটা জানায়েন একটু।
পোস্ট : যুদ্ধ শতদিন
মন্তব্যদাতা : েমেহদী হাসান
কী মেন হয়?
পোস্ট : ঈদের নাটকে নকলের ছড়াছড়ি এবং........
মন্তব্যদাতা : শিরোনামহীন
ফেসবুক নাটকটা দেখসেন? আমি আনিসুল হক এর পায়ে পড়ুম যে বিষয়ে উনার ধারণা কম সেটা নিয়া নাটক না বানাইতে!
বাপ- মা ঐ নাটক দেইখা কয়, ও তাইলে নেট এ েসব আকামই হয়?
ৈখানে দেখায় বুয়েটের এক ছেলে যে নাকি চরম বলদ
পোস্ট : লোল সন্তানরা দেখুন ও কিছু শিখুন অমিতাভ রেজার কাছ থেকে
মন্তব্যদাতা : নুশেরা
ছবি দেখে আমার তো মনে হল মাংসের দোকানে কসাই।
পোস্ট : "আয়ান হারসা আলি একজন "মুসলমান-নাস্তিক" শিরোনামে "এস্কিমো" নিকের একটি পোস্টের কাউন্টার পোস্ট :৩
মন্তব্যদাতা : উম্মু আবদুল্লাহ
" উনার ইসলাম পরিত্যাগের সুনির্দিষ্ট তথ্য আমার জানা নেই"। আচ্ছা তথ্য দেব।
পোস্ট : ছিছিছি! একটা পুরুষ আর একটা পুরুষের সংগে কেমনে কোলাকুলি করে?
মন্তব্যদাতা : ফাহমিদুল হক
আমিও পছন্দ করিনা। মাহবুব মোর্শেদের পোস্টে বলতে গিয়েও বলিনি।
ভ্রাতৃত্ববোধ প্রদর্শনের জন্য এত জাপ্টাজাপ্টির কী দরকার আছে?
পোস্ট : বন্ধুরা...
মন্তব্যদাতা : প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ
আপনার ইচ্ছে হইলে আপনি পড়বেন নইলে পড়বেন না। আমার ব্লগ আমি আমার খুশি মত লিখব। ...আর আমি স্ট্যান্ডবাই বয়ফ্রেণ্ড রাখব না কি করবো সেই বিষয়েও আপনার মন্তব্য করার যদি খুব দরকার না থাকে তাইলে হুদাই যা তা বইলেন না।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




