আমি আর লিমা এক রুমে থেকেছি প্রায় 5 বছর,হলে পরিচয়।পাশা পাশি রুমে থাকতাম।দুই জন দুই মেরুর বাসিন্দা।ও প্রচন্ড হিসাবী মানুষ,সেই সময় সময় থেকে নিয়ে সব কিছুতে ই হিসাব করা জীবন,তার সাথে স্রোতের সাথে হাল ধরতে জানে। আর আমি চরম বেহিসাবী আর অগোছালো মানুষ।মনের বিপরীতে যেতে পারি না। কেন যেন খুব অল্প পরিচয়ে ই ও বলে বসলো, মাস্টার্স এ সে আমার সাথে এক রুমে উঠতে চায়। সেই থেকে এক সাথে,আমার দেশে যাওয়া ফিক্স হলে বিয়ের ডেট পিছিয়ে দেবে এমনও ইচ্ছে ছিল।
আর সাগর ,তার সাথে পরিচয় সেই 96 এ যখন প্রথম ইউনিতে ঢুকি, প্রচন্ড রোমান্টিক বিপ্লবী।এখন ও বন্ধুত্ব একই রকম আছে।আমি ওর দিদি বন্ধু।ও যে লিমা সাথে জড়িয়ে যাবে ভাবিনি আমরা কখনও।
আমরা সবাই দেশ ছাড়ার পর ,গত দুই বছরে সব হয়ে গেল।
বেশ লাগছে।15 তারিখ বিয়ে হলো।ওদের বিয়েটাও মিস করলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



