ভারতের গনতান্ত্রিক ভোটাধিকার ব্যবস্হাকে সম্মান জানাচ্ছি। আমাদের জাতির কন্যা, জাতির ভাবি আর জাতির চাচারা এমন ব্যাবস্হার দিকে ভুলেও নজর দিবেন না পাছে তিনি ই প্রথম ভুক্তভুগি হন এই ভয়ে।
নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন কংগ্রেসের সর্বনাশ তো হোলই, সেইসাথে বাংলাদেশের সর্বনাশ করে গেল। কারণ ৫ই জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারতের সরকার (কংগ্রেস দলীয়) দায়ী সাথে আমাদের জাতিয় আত্বিয়রা তো ছিলেন ই।
তবে সেকুলারিজম থেকে মৌলবাদের যূগে প্রবেশ করলো ভারত। আমাদের কিছু লোকজন সেকুলারিজম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তাদের জন্য এক নজির স্থাপিত হলো। শুধু আইনে থাকলেই দেশ সেকুলার হয়ে যায় না। সেকুলার দেশে মৌলবাদের বহু ঘটনার রচয়িতাই ভাবি সরকার প্রধান, আমেরিকা ইউরোপ সহ অনেক দেশে যার ভিসা বন্ধ।
তবে একজন ...তূল্য নেতার হাতে গনতান্ত্রিক ভারতের ক্ষমতা । আতংকিত হওয়ার মত খবর। যারা নির্বাচনের আগেই প্রতিবেশী দেশের মানচিত্র বদলাতে চায় (বাংলাদেশের ১/৩ ভাগ চায়), প্রতিবেশীদের হমকি ধমকি শুরু করে দিয়েছে (বাংলাদেশী বিতাড়ন)। নিশ্চই বাংলাদেশের সাধারন মানুষ এই ফলাফলে গভীর উদ্ভিগ্ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




