অনেক সময় আমরা খেয়াল করি যে এলাকার পাতি নেতাগো রাজনৈতি ফেষ্টুন স্কুল,কলেজ, বাজারের সামনে বিভিন্ন গাছের ডালে ঝুলানু থাকে।
আসলে এদের নেতা বললে ভুল হবে।
এরা হল নেতা নামের কলঙ্ক।
নেতৃত্ব দেয়ার মত কোন গুনাগুন এদের মাঝে থাকে না।
এসব নামধারী নেতাদের বেনার বা ফেষ্টুনের উপরে এক কোনায় আমাদের জাতীয় নেতাদের ফটু সংযক্ত থাকে।
আমার কথা হল এলাকার চোর,বাটপার,চিটা র,আমলাবাজদের ফেষ্টুনে আমাদের জাতীয় নেতাদের ফটু সংযুক্ত করা কতটুকু যৌক্তিক বা কতটুকু মানহানিকর?
ফেষ্টুন গুলো যখন বৃষ্টিতে পচে, ছিরে যায় তখন এগুলো দেখতে যেমন বিরুপ দেখায় ঠিক তেমনি ব্যাপারটি জাতীয় নেতাদের জন্যও অপমানজনক বলে মনে হয়। এগুলো দেখার মত কি কেও নেই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



