তুমি যখন অনুকূল হও, আমি একাডেমিক শিক্ষার সকল সার্টিফিকেট ভাগাড়ে ফেলি
শাফিক আফতাব...................
আমি আমার দূর্বাময় বুকের উষ্ণতাগুলো তোমার ফলবতী বুকের পরে ঢেলে দেই
তোমার উষ্ণ কবিতার ছন্দে ঘাসের ডগাগুলো লকলকে হয়ে যায়__
তোমার শরীর হয় বানির্শ করা এক পারস্য ফার্নিচার, আমি খেই
হারিয়ে তোমার অতলে ডুবতে থাকি, ডুবুরীর মতোন তোমার ভালোবাসার খোজেঁ।
এক অতল জলের সীমায়।
খোলস খুলে গেলে তুমি এক টকটকে জাম্বুরাফল,কিংবা কমলার সুগঠিত কোয়া
শুকনো মাঠ বৃষ্টিতে ভিজে গেলে পুতে দেই রোয়া
আমি আদিম কৃষক এক। বৃক্ষ ধরে লতা যেমন ছুয়েঁ শীর্ষে যায়
তুমি অনুরূপ ভালোবাসার হাত ধরে বানরের মতোন তৈলাক্ত বাঁশ বেয়ে
পৌছেঁ যাও প্রেমের সীমায়।
তুমি যখন অনুকূল হও, আমি একাডেমিক শিক্ষার সকল সার্টিফিকেট ভাগাড়ে ফেলে
হতে থাকি আদিবাসি প্রান্তজন, জীবন আর জগতের কঠিন মন্ত্রবলে
সৃজকের কঠিক কারিগর হই।
তোমার আমার ভালোবাসার প্রদাহে মানবশাবক উকিঁ দেয়, তুমি আমি মিটিমিটি হাসি।...........
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



