তুমি হাতে রাখলে হাত, অমনি করতলে ফুল ফুটলো
তুমি চোখে রাখলে চোখে, অমনি অলি উড়ে গেলো
তুমি দিলে গোলাপ, অমনি কথাগুলো কবিতা হলো
তুমি দেখালে দিগন্ত, অমনি বসন্তের আভাস পেলাম।
তুমি বসতে বললে, অমনি অনাদী অনন্ত অবসর নেমে এলো
পৃথিবীর সকল ব্যস্ততা থেমে গেলো
তুমি মুখে তুলে দিলে একমুঠো আতপ ভাত
অমনি তা স্বর্গলোকের সুস্বাদু আহার হলো।
তুমি বসতে বললে সময় থেমে যায়
তুমি চলতে বললে দ্রুতগামী বিমান হয়
তুমি সুবাস দিলে ফুলেরা বাতাসে নড়ে
তুমি ভালোবাসলে চাঁদ ওঠে আমার কুঁড়েঘরে।
তুমি খুলে দিলে অন্তর্গত প্রপাত
কী সুন্দর, শুভ্র হয় প্রতিদিনের প্রভাত।
২৪.০১.২০১৪
[তুমি বসতে বললে সময় থেমে যায় //
শাফিক আফতাব .....//]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



