চির অবিনশ্বর শ্বেত বিশিষ্ট
কিছু কল্যাণকর অভিমুখি যাত্রার পথে
ভাব যেন শুধু মাত্র বিমুখীতার
তবে কিছুকাল ধরণীর পথে প্রান্তরে
যাত্রায় চাই খান্ততা শুকনো মুখ যার ।
আমি আমার মুখ অবয়ব
বেধে দিতে চাই সময়ের
স্লোগানের কাঠগড়ায়
ধরায় যারা নিম্নবিত্ত অধিকার
গুলো আজ ধুলোয় জমা থাক
লিখে যেতে চাই আমি
কিছু বিমর্ষ কবিতা কিংবা গান
অথবা দিবে যারা পথে পথে
জয়ধ্বনি কিংবা স্লোগানের হাক ।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



