
আমি একজন ব্রাজিল সমর্থনকারী বলছি, গতকালকের ম্যাচটি ছিলো পরিপূর্ণ ভাবে একটি অপ্রত্যাশিত ফুটবল ম্যাচ। কারণ গত ম্যাচগুলো পর্যালোচনা করলে দেখা যায় ফ্রান্সের তুলনায় আর্জেন্টিনা স্ট্যাটাস অনেক উপরে। সেই হিসেবে বলা চলে গতকালকের ফেবারিট ছিলো আর্জেন্টিনা। কিন্তু ফলাফল কি হয়েছে সবাই জানেন। রাশিয়া বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার দুঃখজনক বিদায় আমি মেনে নিয়েছি!
তবে দুঃখ করবেন না আমরা ব্রাজিল সমর্থন করি কারণ এখানে আছে বিশ্বসেরা ছন্দময় ফুটবল প্লেয়ারা। আমরা একক কোনো প্লেয়ারের উপর নির্ভর করে খেলা পছন্দ করি না। যার কারণে বিশ্বে বেশি বার এখন পর্যন্ত কাপ নেয়া দেশ এই ব্রাজিল। অতএব, আমরা হবো বিশ্বসেরা, আমরা পাবো বিশ্বকাপ। উপহার দিবো ছন্দের যাদু, পছন্দ করবে সবার বাপ!!!

এবারের রাশিয়া বিশ্বকাপটা জিতিয়ে নিবো, ইনশাল্লাহ। গো গো গো ব্রাজিল ২০১৮।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




