রুমমেটদের নিয়ে গবেষনা শুরু করলাম কচ্ছপ নিয়ে।পরে খোঁজ নিয়ে জানলাম কাটাবনে কচ্ছপ পাওয়া পাবে। আমাকে আর পায় কে? ৯মাস আগে ক্লাস করে রুমে এসে দেখি বিশাল ১টা ব্যাপার ঘটে গেছে
ইস্ সেকি আনন্দ
কচ্ছপটা আমাকে আর রুমমেটদেরকে চিনেফেলেছে। সারাদিন আমাদের হাতে থাকে। ওর আদরের কোন শেষ নাই। তবে একটু বেশি পাজি। আমাদের কাউকে জারের পাশে দেখলে এমন করে পানিতে দাপাদাপি করে,,, আর বিছানায় ছেড়ে দিলে জোরে দোড় দেয়।
কচ্ছপ কখনো এক মূহুর্তের জন্য হাটা বন্ধ করেনা। যে কারনে খরগোশ ওকে কখনোই হারাতে পারবেনা।
ধীরে ধীরে আমার বাবাসোনা আমার ব্লকে বেশ পরিচিতি পেয়ে গেছে। একদিন ওকে কোথাও খুজে পাইনা।
গত রোজায় ভার্সিটি বন্ধ হয়েগেলে ঠিক করলাম বাবাসোনাকে বাসায় নিয়ে যাব। তবে এতদূরের জার্নিতে বেচে থাকবে কিনা-তা নিয়ে একটু চিন্তিত ও ছিলাম। রিক্সা নিয়ে যাবার সময় মানুষের কি যে কৌতূহল!!!!! এইটা কি? কই পাইছেন? কত দাম? কামড় দেয়না?
একলোক জিজ্গেস করে,, এইটারে কি বড়বানায়ে রাইন্দা খাবা?
ওরে বাসায় নিলে নানি বলল কচ্ছপ শীতের সময় রাতে পানিতে থাকেনা। তখন থেকে ওরে লেপের ওপর ছেড়ে দিতাম। ও লেপের এক কোনে গিয়ে ঘুমায়ে থাকত। একটানা ২দিন পর্যন্ত ঘুমায়ে থাকে।
একদিন মামার বাসা থেকে ফেরার পথে ও যেন কোথায় পড়ে যায়
অনেক খুজেছি কিন্তু ফিরে পাই নি।
To be continued.........................
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


