
সম্প্রতি প্রানের ভিতর বাহির শিরোনামে যমুনা টিভিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় যা দেখে হতাশ আমার মত অনেক জনসাধারন । মানুষ শুধু মাত্র নাম দেখে ভরসা করে প্রানের উপর, তাদের যদি হয় এই অবস্থা তাহলে নাম সর্বস্ব কোম্পানী গুলোর অবস্থা কি তা সহজেই অনুমেয় ।সরকার যখন দেশের ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগুচ্ছে তখন এই ধরনের সংবাদ সত্যিই দুঃখজনক ।
এক দিকে দেশ থেকে বিভিন্ন রোগ বালাই দূর করার জন্য শতশত কোটি টাকা খরচ করছে অন্য দিকে এই ধরনের কোম্পানীর পন্য খেয়ে অসুস্থ হচ্ছে লাখো মানুষ । ফলে পোলিও, জলবসন্ত ও যক্ষার মত মরণ ব্যাধি দেশ থেকে নির্মুল হলেও দীর্ঘস্থায়ী রোগ বাসা বাঁধছে শরীরে । ক্যান্সার আক্রান্ত মানুষ হরহামেশাই মিলছে । গ্যাস্টিক আলসার তো এক দম কমন রোগ হয়ে গেছে । সরকার সফলতার সাথে যেভাবে এমডিজি সমাপ্ত করেছে আমরা চাই নতুন ঘোষিত এসডিজি এর জন্য লক্ষ মাত্রাও পূরণ হোক সঠিক সময়ে । আর সেজন্য দরকার সবার সহযোগিতা । আসুন আমরা শুধু নিজেকে নিয়ে নয় ,এই দেশকে নিয়েও ভাবি। পরবর্তী প্রজন্মের জন্য যেন দেশকে বাসযোগ্য করে যেতে পারি এই হোক আমাদের অঙ্গীকার।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




