
কতটুকু ভালোবাসো আমায়?
সম্রাট শাহজাহান নাকি ফরহাদ,
নাকি গল্পের মজনুর মত?
যতটুকু মোর হৃদয়ে আছে
তার চাইতেও বেশি,
চাইবে তুমি যত।
তুমি কি চণ্ডীদাশের মত
বার বছর বাইতে পারবে বড়শি,
কিংবা পারবে হতে দেবদাস ?
তুমি ছাড়া হৃদয় যে মোর শুন্য মরুভুমি,
কেমনে বুঝাই
তুমি আমার প্রতিটি নিঃশ্বাস।
তুমি কি পাথরে ফুল ফুঁটাতে পারো,
সাগরের ঢেউ পারো থামাতে?
তুমি যদি সঙ্গে থাকো, ভালবাসার পরশ মাখো
রাজি আমি তাতে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





