একটু হাসুন!
পেটুক
বাবা আমায় রোগে ধরেছে,
দাওয়াই দেবে বুঝি?
মিঠাই আমায় দিয়েই দেখনা কেমন করে যুঝি।
নাড়ু আমায় দারুণ ভোগায়
চায়না যেতে পেটে,
তুমি বললে চমচম, সন্দেশ
দেখব একটু চেটে।
কষ্ট করে ডালপুরিটা চিবিয়ে দেব ক্ষণ,
জান বাবা, এসব খেতে চায়না যে এ মন।
রোগ আমার কঠিন বড়, সারবে কিসে জান,
দোহাই তোমায়, জলদি বাবা রাজ ভোগ কটা আন।
দাওয়া দেবে যখন বাবা
দেখব একটু চেখে,
এমনিতে খাবনা বাবা,
চকলেট নেব মেখে!
ভেবনা তুমি! দেখবে ঠিকি সেরে উঠেছি,
খাবার গুলো সজতনে মুখে পুরেছি।
খাবার খাওয়া কষ্ট বটে সয়না যে এই পেট,
কষ্ট্ হলেও তোমার সুখে দিচ্ছি আত্ম ত্যাগ।
উদর পূর্তি করে বাবা রাখব তোমার মান,
জানবে সবাই তুমি বাবা আমার জানের জান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




