মনুনদী সেচ প্রকল্প স্মপর্কিত প্রতিবেদন
মনুনদী
o হিন্দু agv©ej¤^x‡`i ভগবান মনু এই নদীর তীরে শিব পূজা করতেন বলে তার নামানুসারে মনুনদী নামকরণ করা হয়। ‘মহাভারত আদি পর্বে’ এর উল্লেখ আছে।
o দৈর্ঘ্য ১১০ মাইল। ৫৮ মাইল ভারতে এবং ৫২ মাইল বাংলাদেশের মেলৈাভীবাজার জেলায়।
o ভারতের ৮৭০ বর্গমাইল অববাহিকা।
o প্রতিবছর বর্ষা মৌসুমে প্রায় ৪২ লক্ষ টন পলি বহে আনে।
o শীতকালে ৫০০ থেকে ৭০০ কিউসেক এবং বর্ষায় অনেক সময় ৩০,০০০ থেকে ৪০,০০০ কিউকে পানি প্রবাহিত হয়।
o চঞ্চল মনুর একই দিনে হঠাৎ করে ৭ থেকে ৮ ফুট পানি বৃদ্ধি পায়।
o বন্যায় প্লাবিত হয় প্রায় ২১১ বর্গ মাইল এলাকা।
মনুনদী সেচ প্রকল্পের এলাকা
o প্রকল্পাধীন ভূমি ৫৬,০০০ একর।
o আবাদী জমি ৪৭,৬১৮ একর।
o বসতি,খাল,বিল ৮,৩৮২ একর।
প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়ন
o ১৯৭৫-৭৬ অর্থ বছর থেকে ১৯৮২-৮৩ অর্থ বছরে প্রকল্পের কজ সমাপ্ত হয়।
o প্রকল্প বাস্তবায়নে ৭৯৫.৭৫ লক্ষ টাক বৈদেশিক মুদ্রা এবং ৬৪৬২.২৫ লক্ষ টাকা স্থানীয় মুদ্রাসহ মোট ৭২৫৮.০০ লক্ষ টাকা ব্যয় হয়।
জনশক্তি
o এ প্রকল্প বাস্তবায়নে ৭৫ জন প্রকৌশলীসহ বহু দক্ষ ও অদক্ষ কর্মচারী,শ্রমিক কাজ করেন।
o উপদেষ্ঠ হিসাবে কাজ করেছে বাংলাদেশ এসোসিয়েয়েটেড কন্সালটিং ইঞ্জিনিয়ার্স লিঃ।
o প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রসাশক, মৌলভীবাজার।
সাজসরঞ্জাম
o পাম্প হাউজের পাম্পসহ অন্যান্য সাজসমঞ্জাম সরবরাহ করেছে তৎকালীন পশ্চিম জার্মানীর কে, এস, বি ,কোম্পেনী।
o মনু ব্যারেজের গেট (জলদ্বার) সরবরাহ ও স্থাপন করেছে ভারতে সিমকো ইন্টারন্যাশন্যাল লিঃ।
o হেড রেগুলেটর ও অন্যান্য সিভিল স্ট্রাকচারের গেট সরবরাহ ও সস্থাপ করেছে পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক সরঞ্জাম বিভাগ।
প্রধান প্রধান অবকাঠামো
o মনু ও কুশিয়ারা নদীর বন্যা প্রতিরোধের জন্য প্রায় ৩৭ মাইল বাধ নির্মান করা হয়েছে। যা ভাটেরা পাহাড় পযর্ন্ত বিসতৃত।
o কাশিমপুর করাদাইর খালের মূখে প্রকল্পের পাম্পিং প্লান্টটি তৈরি করা হয়েছে। এতে মোট ১২০০ কিউসেক ক্ষমতা সম্পন্ন ৮ টি পাম্প রয়েছে। এর মাধ্যমে নিচু এলাকার পানির গভীরতা কমানো এবং ষ্কিাশন কাজে ব্যবহার হয়।
o মৌলভীবাজার শহরে চৌমোহনা থেকে প্রায় দুই মাইল পূর্বে মাতারকাপন প্রামে মনু নদীর উপর মনু ব্যারেজ নিমার্ন হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





