'What other people will think'' এই একটা কথা আমাদেরকে অনেক মহৎ কাজ থেকেই বিরত রাখে বলে আমার ধারণা।অন্যরা কি মনে করবে এই চিন্তা করে আমি নিজেও অনেক কাজ করা থেকে বিরত থেকেছি যেগুলো সাহস করে যদি করতাম তাহলে আজ আমি অন্যরকম উচ্চতায় থাকতাম। 'Hesitation' -কিংবা 'Imposter Syndrome' এই জিনিসগুলো প্রায় সবার মাঝেই কাজ করে।
একবার প্রচন্ড গরমের দিনে দুপুরে আমি কান্দিরপাড় বাটা দোকানের সামনে কারো জন্য অপেক্ষা করছি। এত গরম যে হাঁসফাঁস করার মত অবস্থা।সবচেয়ে ভালো বুঝা যাবে রাস্তার পীচ গলে যাচ্ছে বললে।সেই পীচগলা গরমে আমি হঠাৎ দেখলাম এক বৃদ্ধ গরীব মহিলা খালি পায়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। ভদ্রমহিলা রাস্তা পার হতে পারছেন না একদিকে আর অন্যদিকে গরমে পা পুড়ে যাচ্ছে। এই দুইয়ে মিলে মহিলার নিশ্চয়ই প্রচন্ড কষ্ট হচ্ছিল। আমি বুঝতাম না কেমন কষ্ট হচ্ছিল যদি না তখনই আমার জুতা ছিঁড়ত আর আমি খালি পায়ে রাস্তায় চলার চেষ্টা না করতাম। ওই মুহুর্তে গরমে আমার পা জ্বলে যাচ্ছিল আর চোখে পানি চলে এসেছিল।আমি ভাবলাম তরুন আমার যদি এত কষ্ট হয় তাহলে না জানি ওই বৃদ্ধ মহিলার কত কষ্ট হচ্ছে। কিন্তু হায় আমি চাইলেই মহিলাকে সাহায্য করতে পারছিনা। আমার ইগো!! আমার কমপ্লেক্স!! 'লোকে কি ভাববে'','আগ বাড়িয়ে কি দরকার সাহায্য করার' টাইপ চিন্তাচেতনার জন্য ।আমি পারিনি। শুধু বাসায় এসে একটা নতুন শিক্ষা পেয়েছি বলে চুপচাপ চোখের পানি ফেলেছি। আল্লাহ কেন মানুষকে এত ভেদাভেদ করে পাঠিয়েছেন বলে রাগ করেছিলাম। এখন যদিবা বুঝি এর সুনির্দিষ্ট কারন আছে।
এই কিছুদিন আগে প্রচন্ড শীতে গিয়েছিলাম রেলস্টেশনে।এত শীত যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল।সুয়েটার-মাফলার পরা থাকা সত্ত্বেও। রেলস্টেশনে অনেক লোক শুয়ে থাকে রাতে। গরমে হয়তো অসুবিধা হয়না। কিন্তু শীতে অনেক কষ্ট হয়। দেখলাম নিজের চোখে।আরো একবার চোখে পানি এলো একটা দৃশ্য দেখে। এক পাগল শুয়ে আছে ময়লা ফ্লোরে।কিছুক্ষন পর পর সে উঠে পড়তেছে। শীতের কারনে ঘুমোতে পারছেনা।একবার এদিকে যাচ্ছে আরেকবার ওদিকে যাচ্ছে। পরক্ষনের ঘুমাবার চেষ্টা করছে।পাতলা একটা কাপড় পরে আছে।সে নিজেও বুঝতেছেনা যে শীতের জন্য এমন হচ্ছে।যদিবা সুস্থ স্বাভাবিক মানুষ হতো তাহলেও হয়তো কিছু একটা ব্যবস্থা করে ফেলতে পারতো। কিন্তু তার তো সেই বুদ্ধিও নেই। অসহায় হয়ে দুনিয়ার আবহাওয়ার নির্মম স্বীকার হতে হচ্ছে। সেদিনও আমি কিছু করতে পারিনি। ইচ্ছে করলেই তো কিছু একটা করে ফেলতে পারতাম। মুজিব যেভাবে করেছিলেন।নিজের গায়ের শাল দিয়ে দিছিলেন মুহুর্তেই যেই দেখেছেন এক বৃদ্ধ মহিলা শীতে কষ্ট পাচ্ছেন। আমি মুজিব নই। সাধারন মানুষ মাত্র।তাই হয়তো পারিনি। আমার কমপ্লেক্স!! আমার ইগো!! আমাকে বড় কিছু মহৎ কিছু করতে দেয়নি।
এখনো অন্ধ কিংবা প্রতিবন্ধী কাউকে আগ বাড়িয়ে হেল্প করতে পারিনা।জানিনা কবে এমন অবস্থা থেকে বের হব কিংবা আদৌ পারব কিনা।শুধু জানি এভাবে চললে সমাজ পরিবর্তিত হবেনা। আমাদেরকে আরেকটু সামাজিক হতে হবে।আল্লাহ সহায় হোন।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



