সূত্র: https://www.facebook.com/mogbazar
নিজস্ব সংলাপদাতা :
বিএনপি কথা দিয়েছিলো অপু বিশ্বাসের মেদ কমলে সরকারের সাথে সংলাপে যাবে। কিন্তু কথা দিয়েও কথা রাখেনি বিএনপি। কেবল একটুখানি সংলাপের জন্য অমানুষিক কষ্ট সহ্য করে অনেকখানি মেদ কমিয়ে অপু বিশ্বাস আজ জিরো ফিগারে এসেছেন। অথচ বিএনপি এখন সংলাপের কথা বেমালুম ভুলে গেছে।
মেদ কমানোর পর নায়িকা অপু বিশ্বাস
চলতি বছরের মে মাসের শেষের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছিলেন,
“দেশের অবস্থা খুব খারাপ। একদিকে মোহাম্মদপুর বেড়িবাঁধে ফাটল ধরেছে, অন্যদিকে অপু বিশ্বাসের মেদ বৃদ্ধি পাচ্ছে। বাঁধের ফাটল আর অপু বিশ্বাসের মেদ মেরামত করার আগে এই বাংলার মাটিতে কোন সংলাপ অনুষ্ঠিত হবে না। জনগণ তা হতে দেবে না।”
এর প্রেক্ষিতে টানা চার মাসের চেষ্টায় অপু বিশ্বাস তার মেদ কমাতে সক্ষম হন। এ বিষয়ে ব্যারিস্টার মওদুদের আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,
“অপু বিশ্বাসতো বুক ডন দিয়ে মেদ কমায়নি। দেশের মানুষ আজ ঠিক মত খেতে পারছে না। দু’বেলা দু’মুঠো খেতে না পেরে অপু বিশ্বাস শুকিয়ে গেছে। এর যাবতীয় দায় সরকারকে বহন করতে হবে।”
মওদুদ আরো বলেন,
“আওয়ামীলীগ ক্ষমতায় আসলে মানুষের পকেটে টাকা থাকে না। অভাবের তাড়নায় দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত একটির বেশি জন্মদিন পালন করতে পারেন না। একটি দেশের প্রধানমন্ত্রীর মাত্র একটি জন্মদিন, এটা এটা আমাদের জাতীয় লজ্জা।”
বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন,
“বেগম জিয়া এই দেশের মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য বার বার জন্ম নিয়েছেন। অপরদিকে বাকশালী হাসিনা জন্ম নিয়েছেন মাত্র একবার। মাত্র একবার জন্ম নিয়ে কেউ মা মাটি ও মানুষের জন্য কাজ করতে পারে, এটা বাস্তবসম্মত কথা নয়। তাই দেশের মানুষ এবার বিএনপিকে ভোট দিবে।”
সূত্র: https://www.facebook.com/mogbazar
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




