দমকা হাওয়া বলেছে আজ রাতের খবর,
দুচোখ জুড়ে নামবে তোমার ফোয়ারা অঝর।
উড়ু উড়ু মন তাই হয়েছে বিবাগী
কি করি কি করি, ভেবে না পাই আমি।
সব ভুলে তাই মেঘের কাছে করছি আকুতি,
আজ যেন বৃষ্টি হয়ে বেলকুনিতে আমি আসি।
তোমার অবাধ্য চুল ছুঁয়ে যাবে আমায়,
আমি বেসুরো গানে হাসাবো তোমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


