
বিসমিল্লাহির রাহমানির রাহীম
১। যার পেট হারাম থেকে পবিত্র নয়
আসমানের দিকে তার রুহের জন্য কোন পথ নেই
(ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি)
ব্যাখা: হালাল খাওয়া ইবাদত কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসমানে রুহানি ভ্রমনের জন্য তার গুরুত্ব আরও বেশি।একবেলা হারাম খাওয়ার দ্বারা সালিকের ভ্রমনে বাঁধার সৃষ্টি হয়,এবং অন্তরের উপর পর্দা পরে যায়।
নু’মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ’’অবশ্যই হালাল বিবৃত ও স্পষ্ট এবং হারাম বিবৃত ও স্পষ্ট, আর উভয়ের মাঝে রয়েছে বহু সন্দিহান বস্তু; যা অনেক লোকেই জানে না। অতএব যে ব্যক্তি এই সন্দিহান বস্তুসমূহ হতে দূরে থাকবে, সে তার দ্বীন ও ইজ্জতকে বাঁচিয়ে নেবে এবং যে ব্যক্তি সন্দিহানে পতিত হবে (সন্দিগ্ধ বস্তু ভক্ষণ করবে), সে হারামে পতিত হবে।
(এর উদাহরণ সেই) রাখালের মত, যে নিষিদ্ধ চারণভূমির আশেপাশে পশু চরায়, তার পক্ষে নিষিদ্ধ সীমানায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শোন! প্রত্যেক বাদশাহরই সংরক্ষিত চারণভূমি থাকে। আর শোন! আল্লাহর সংরক্ষিত চারণভূমি হল তাঁর হারামকৃত বস্তুসমূহ। শোন! দেহের মধ্যে একটি মাংসপিন্ড রয়েছে; যখন তা সুস্থ থাকে, তখন গোটা দেহটাই সুস্থ হয়ে থাকে। আর যখন তা খারাপ হয়ে যায়, তখন গোটা দেহটাই খারাপ হয়ে যায়। শোন! তা হল হৃৎপিন্ড (অন্তর)।’’ (বুখারী ও মুসলিম) [1]
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৫ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



