হে দয়াময় :তোমার দয়া কূলহীন,অসীম
হাজার হাজার আলমে এবং অগণিত প্রানে
তোমারই সীমাহীন দয়া মায়া চোখে পরে।
তোমারই নিপুণ হাতে গড়া এধরনীতে,
যেখানেই তাকাই সুধু তোমাতেই চোখ থামে।
রাত দিনের এই পরিবর্তনের মাঝে,
পর্বতের ফাঁকে বয়ে চলা নদীতে,
ঝাঁকে ঝাঁকে উড়ে চলা পাখিতে,
নদীর কলকর ধ্বনিতে,পাহাড়ী ঝরনায়
নদী সাগরে সাতরে বেড়ানো মৎসে।
স্তন্যপায়ী দের নানা ক্রিয়া প্রতিক্রিয়ায়
চতুষ্পদ জন্তুর মত নিরিহদের নিরবতায়,
তোমাকেই খুঁজে পাই,তোমাতেই চোখ থামে।।
পাহাড়ের গিরিখাতে,এবং বর্ণিল গিরিপথে,
সূর্যের প্রখর দীপ্তিতে,চন্দ্রের স্নিগ্ধ আলোতে,
প্রানীদেের নরাচড়ায়,এবং ফসলের ঢেউয়ে
হৃদয়ের আলোতে,সুধু খুঁজি তোমায়।।
উত্তপ্ত মরুতে,গাও-গেরামেের আকা বাকা পথে,
গভীর জঙ্গলে, মৌমাছির চাকে এবং মধুতে,
তোমার নিপুণ কারিগরি দেখি এবং মুগ্ধ হই।।
গভীর রজনীর নিস্তব্ধ নিরবতায়,
তোমায় খুজতে আমি উঠে পরি,
শয়তান, নফস,অলসতা ভেদ করে।
পানি দিয়ে চোখের নিদ্রাকে দূর করি,
জায়নামাজে বসে ডুব দেই গভীর ভাবনায়,
আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই।
অনিঃশেষ আলোয় মনকে হারিয়ে ফেলি।
হে দয়াময়। একটাই সুধু আবদার জানাই।
যদ্দিন বাচি,তোমাতেই সুধু হারাতে চাই।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





