যিকর কি?
আল্লাহ তায়ালাকে বাতেনি চোখে অনুভব উপলব্ধি করার নাম হলো যিকর।এই অনুভব উপলব্ধি কারো অনেক গাঢ় হয়,অনেকের অনুভূতি শক্তি কম,আবার অনেকের কোনো অনুভূতিই নেই।
২।কেয়ামতের যদি লজ্জিত হতে না চাও সকলের সামনে,তাহলে পূর্বের সমস্ত পাপ থেকে তওবা করো,আর নতুন করে পাপ না করার জন্য দৃঢ়তা সহকারে কোমর বেধে প্রস্তুত হও নফস এবং শয়তানের সাথে যুদ্ধ করার জন্য,মনে রেখ মানুষ যখন তওবা করে তখন থেকেই নফস এবং শয়তানের সাথে তার যুদ্ধ বেঁধে যায়,এই যুদ্ধের নাম হলো জিহাদে আকবর।এই যুদ্ধে যে ব্যাক্তি বিজয়ী হয়,তার জন্য রয়েছে মহা প্রতিদান যা কোনো চোখ দেখেনি,কোনো কান সেগুলো শ্রবন করেনি,কোনো হৃদয় তাহা কল্পনা করিতে পারেনাই,কুরআন মাজিদের ভাষায় বলা হয়, সেটা হলো আজরুন আজীমা।
2।যদি শান্তিতে থাকতে চাও,গুনাহ করোনা।গুনাহের কাজের আশেপাশেও যেওনা।
প্রশ্ন:পেছনে তো অনেক গুনাহ করে ফেলেছি, সেগুলোর কি হবে।
উত্তর:সেগুলোর জন্য প্রচূর পরিমানে কান্নাকাটি করো,ভারাক্রান্ত হও।প্রচূর পরিমানে নেকআমল করে তার ক্ষতি পূরন করো।নফসকে এক মুহুর্তের জন্যও অবসর দিয়ো না।যদি নফস অবসর চায়,তাকে বোলো কবরে গিয়ে অবসর অনেক পাবে।আপাতত কোনো অবসর দিতে পারবোনা আমি তোমাকে,তুমি আমাকে ধ্বংস করে দিয়েছে,গুনাহের স্বাদ দিয়ে,এখন করা মূল্য দিতে হবে তুমাকে, এবাদত আনুগত্য, স্বাধনা,রিয়াজত মুজাহিদার পথে আমি তোমাকে এমন ভাবে টানবো,যেভাবে,গরু দিয়ে হাল চাষ করা হয়।বিশ্রাম নিতে চাইলে,বিশ্রাম পাবে খুব অল্প,তাও সতর্কতার সাথে।
হে প্রিয়!নফস বিশ্রাম নেওয়ার সময়ও ধোকার মধ্যে ফেলে,সুতরাং তখনো সতর্ক থাকতে হবে।চুপিচুপি গুনাহের প্রতি আকর্ষন ঘটায় আর বলে একটু গুনাহ করে নাও,তেমন আর কি হবে।যখন গুনাহ করে তখন এর সাজা বুজতে পারে।
গুনাহ করলে অন্তর থেকে নূর চলে যায়।গুনাহ করার পরেও যদি নূর বাকি থাকে,তাহলে তা শয়তানের ধোঁকা।
হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহ.এর কিতাবে পড়েছিলাম—
এক বুযর্গের একজন মুরিদ ছিলো।আত্মশুদ্ধির জগতে বিশেষ স্থান অধিকার করেছিলো,উঁচু স্থানে আরোহন করেছিলো।সে নূর দেখতে পেত।একদিন সে তার পীরকে বলল আমি এমন নূর দেখতে পাই।পীর ছিলো একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞানী মুর্শিদ।পীর বলল,তুমি অমুকের ক্ষেত থেকে একমুষ্টি ঘাস চুরি করবে।মুরিদ কেন?প্রশ্ন না করে সত্যি পীরের হুকুম পালন করল।তারপর থেকে মুরীদ স্বীয় অন্তরে আর কোনো নূর দেখেনা।
মুর্শিদকে বলল আমি আমার অন্তরে আর কোনো আলো দেখিনা।
মুর্শিদ বললেন,খামোশ!সেটা সত্য নূর ছিলো,যা তুমি দেখেছিলে।ঘাস চুরি করার পরও যদি সেই নূর বিদ্যামান থাকতো,তাহলে তা নূর হতোনা,হোতো শয়তানী প্রতারনা।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




