

১৯ ডিসেম্বর ২০২৫(শুক্রবার)পদ্মারপাড়ে সন্ধারপরে চরের উপর বসে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে লেখা
আগের সেই পদ্মা নদী আজ আর নেই,
হে পদ্মা! তুমিও কি আমাদের সাথে রাগ করেছো
এভাবে শুকিয়ে যাচ্ছ কেন?
তুমিতো আমাদের অর্ধেক জীবন।
পদ্মার পাড়ের হাজারো জেলে তোমার উপর নির্ভরশীল।
আমাদের গুনাহের কারনে তুমিও যদি,
এভাবে হারিয়ে যাও,
তাহলে আমরা বাঁচবো কাকে নিয়ে।
আমরা আল্লহর কাছে তওবা করছি পাপ থেকে,
তুমি ফিরে এসো সেই নাব্যতা নিয়ে
যা ছোটবেলায় তোমার মধ্যে দেখেছিলাম

সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





