এবার একটি নতুন অভিধান পেয়েছি, বাংলা একাডেমী হতে প্রকাশিত জনাব নরেন বিশ্বাস স্যারের (যেহেতু ঢা. বি. এর শিক্ষক, তাই স্যার লিখলাম), "বাঙলা উচ্চারণ অভিধান"। যদিও "বাংলা" এবং "বাঙলা" এর চক্কর কিছুদিন ধরেই মাথার ভিতর ঠোক্কর খাচ্ছিল, এই বইটির কাভার দেখে স্বভাবতই ঘূর্ণনমাত্রা বৃদ্ধি পায়। উপরের ছবিটিতে বইটির প্রচ্ছদে, দু'টি "বাংলা" বানান দু'ভাবে লিখা হয়েছে। নতুন প্রকাশিত অনেক বই, এমনকি, মাঝে মাঝে দৈনিক পত্রিকাতেও বাংলা বানান "বাঙলা" লক্ষ্য করেছি। "ং" এর প্রয়োগ নিরুৎসাহিত করা নাকি স্থান এবং ব্যবহারবিধি অনুযায়ী বাংলা "বাংলা" বা "বাঙলা" হবে? নাকি আমি ং এবং ঙ নিয়ে বেশি বাড়াবাড়ি করছি?
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




