
অন্তিম মুহূর্ত!
চোখের সামনে খুনি।
তবুও আফসোস নেই
শেষ সময় কাছে চেয়েছিলাম,
পেয়েছি; এ এক বড় পাওয়া।
আমি সার্থক
তোমার চোখে জল নেই।
মোটেও চিন্তিত না তুমি।
কপালের ভাঁজে বিন্দু ঘাম নেই
থাকলে, চোখ বুজবার আগে মুছে দিতাম
একটা চুমু খেতাম!
তুমি বরং আকাশের দিকে তাকাও
সব ভুলে যেও প্লিজ,
ওদের বলে দিও এটা স্বাভাবিক মৃত্যু,
তুমি প্রচন্ড ভালোবাসো আমায়।।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




