হেপাটাইটিস বি একটি ভাইরাস। হেপাটাইটিস বি-এর কারণে যে রোগটি হয় সেটি ভাইরাল হেপাটাইটিস। ভাইরাস অনেক ধরনের হতে পারে । এর মধ্যে হেপা্টাইটিস এ,বি,সি,ডি এবং ই দেখা যাচ্ছে।এই ভাইরাসের মধ্যে পার্থক্য হচ্ছে চরিত্রগত পার্থ্ক্য।আমাদের দেশে শতকরা প্রায় ৫% মানুষের শরীরে বি ভাইরাস রয়েছে। রক্তের সংস্পর্শ এই রোগ ছড়ায়। সাধারণত এই রোগের লক্ষণ দেখা যায় না । এটা সাইলেন্স কিলার বলা যেতে পারে। এই প্রতিরোধ করার জন্য সরকার শিশুদেরকে টিকার আওতায় এনেছে কিন্তু বড়দের যারা টিকা নেন নাই অবশই HBsAg টেষ্ট করে যদি Negative হয় তবে টিকা নিতে হবে। আর যদি Positive হয় টিকা নেওয়া যাবে না। এই রোগের চিকিৎসা বাংলাদেশে রয়েছে। কিছু সাবধানতা অবলম্বন প্রয়োজন, বিশেষ করে রক্ত নেওয়ার/গ্রহণ করার আগে রক্ত পরীক্ষা করে নেওয়া, সার্জাারী,খতনা, নাক,কান ফেঁটানো, দাঁত তোলার সময় সাবধানতা। এবং এই ব্যাপারে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




