মানুষের একটি কমন বিষয় হচ্ছে অন্যের বিব্রতকর অবস্থা থেকে হাসা।এই যেমন ধরেন, কেউ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল।তখন সবাই আগে একচোট হেসে নিবে তারপর তাকে সাহায্য করতে এগিয়ে যাবে।এমন আর কি। আর কথা না বাডিয়ে চলুন এবার একটু মজা করা যাক।ব্যাপারটা সম্পূর্ণই আমার আবিষ্কৃত।তয় এগুলা করতে গিয়ে আপনি নিজেই বিব্রতকর অবস্থায় পড়লে তার দায় কিন্তু আমি নিমু না
১ম পদ্ধতিতে আপনি একা হলেই চলবে।কোথাও বসতে বসতে একটু বিরক্ত হয়ে গেলে এইডা করে দেখতে পারেন।বেশি কিচ্ছু করতে হবে না, খালি একজন মানুষ সিলেক্ট করেন।কোন মেয়ে হলে ভাল হয়।আর যদি হয় সাঁজুগুজু করা কেউ তাইলে তো কথাই নেই
এবার আসি ২য় ভাগে।এ ভাগে আপনার একজন সঙ্গী লাগবে।কাজ ১মটার মতই।কারো দিকে তাকিয়ে থাকার সাথে সাথে তাকে ইঙ্গিত করছেন,তাকে নিয়ে মজার কিছু বলছেন এমন ভাব করে আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং দুইজনই তার দিকে তাকিয়ে থেকে হাসুন।তারপর দেখুন মজা।
এবার চলুন ৩য় পর্বে।এ পর্বেও কোন সঙ্গী লাগবে না তবে এটি বেশ ঝুঁকিপূর্ণ পর্ব
তবে এই কাজ ভুলেও আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে করতে যাবেন না।তাইলে কিন্তু সম্যসা হইতে পারে।আবারো কইতাছি এসব করতে গিয়ে কোন সমস্যায় পড়লে তারজন্য কিন্তু আমি দায়ী থাকবো না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




