আমার ক্লাস সেভেন পড়ুয়া ছাত্রকে জিজ্ঞেস করলাম
১৬ই ডিসেম্বর কী দিবস ? : স্যার ,শোক দিবস !!!
২৬শে মার্চ কী দিবস ? : মুক্তিযোদ্ধা দিবস !!
১৫ই আগস্ট কী দিবস ? : বিজয় দিবস !!
২১শে ফেব্রুয়ারি কী দিবস ? : স্যার স্বাধীনতা দিবস !!!
জানি হয়ত অনেকের কাছে বিশ্বাস হবেনা কথাগুলো । রীতিমত লজ্জায় পড়ে গিয়েছিলাম কথাগুলো শুনে । শুধু একটা কথাই মনে আসছিল ,এই ছেলে ক্লাস সেভেনে উঠলো কিভাবে !!!!!! আমাদের শিক্ষা ব্যবস্থা কি এতোই দূর্বল হয়ে গিয়েছে ??????
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




