সময় বিকেল তখন;
রাতের হাত ধরবে বলে
বিড়ির ছাই আর আগুন
দোস্তি করে নেয়! দু-বোতল হুইস্কি আর
একটা রাম__"কত দাম?" কাউন্টার প্রশ্ন
পায়; যদিও দাম বাঁধা আছে সরকারী খাতায়
তবু শান্তির মাতলামো আর ছ্যাবলামো এখন
ঘড়ির পাতায়! "শান্তি চাই দাদা!"
হুইস্কির টান বলে____লোকটা নয়,
লোকটা ভয়
খায়! আমরা ভয় খাই!___ভাত
ডালে রুচি নেই বলেই ভয় খাই!
সকালে ভয় খাই____বাসের তাড়া
দুপুরে ভয় খাই_____বসের তাড়া
সন্ধেবেলা দু-পেগ হুইস্কি______তাও ভয় খাই
প্রেমিকার তাড়া !
আমরা ভয়ে বাঁচি,কে কখন
কাঁচি হাতে কেটে দেয় গোঁফটা!
তাই দু-বোতল হুইস্কি___একটা রাম
"কত দাম?" কাউন্টার প্রশ্ন পায়!
অর্নব বন্দ্যোপাধ্যায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



