বাংলাদেশ এক অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটালো। এ এক বিপ্লব। কিন্তু তারপর আমরা কি কি দেখলাম এবং কেন?
এক স্বৈরাচার সরানো হল। কিন্তু সেই স্বৈরাচার সরিয়ে কে বাঙ্গলাদেশকে রক্ষা করবে? উত্তর অপরিষ্কার। ছাত্র বুদ্ধিজীবিরা দেশ চালাতে পারবেন না। দেশ চালাবে কারা ? যারা রাজনৈতিক দল তারা। তাহলে এই অভ্যুত্থানের মানে কি রইল?
বাঙ্গলাদেশের রাজনৈতিক দলগুলি আগেও ক্ষমতায় এসেছে, তারা বাংলাদেশের জন্য কি করেছে? প্রত্যেক রাজনৈতিক দলকে মানুষ দেখে নিয়েছেন। তবু তাদের দিয়েই তৈরি হবে নতুন গণতন্ত্র, পেষনযন্ত্র।
বাঙ্গলাদেশ বিপ্লব এখন প্রতিবিপ্লবের রূপ নিয়েছে। সকল ক্ষমতালিপ্সুরা দেশে ফিরছে। লুকিয়ে থাকা, ছদ্মবেশী-গণতন্ত্রকামীরা সুযোগ খুঁজছে-হয়ত পেয়েও গেছে। কট্টরবাদীরা শুরু করেছে তাদের কাজ। সংখ্যালঘু ভীত - সংখ্যাগুরুরা? তারা আরো ভীত। কে কাকে কেন কোন দোষে বিপদে ফেলবে কেঊ জানে না। এরসাথে যুক্ত করুন আন্তর্জাতিক রাজনীতি। সে সব খেলোয়ারদের নাম আপনারা জানেন-(আসলে কেউ জানে না) । বাংলাদেশ ভীষন বিপদে আছে। বাঙ্গলাদেশের মানুষ ভীষন বিপদে আছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



