
পুইড়া অইল ছাই মোগইতো ভাই,
এই ক্যামিক্যালের গোডাউন দুরে কোন হানে চাই।
মায়ের গর্বে চাই না জন্মের আগেই লাশ।
নিজেগো সার্থে আর কেউ কইরেন না সর্বনাশ।
এইয়ার চাইয়া আম্মেগো লাগবে আর কতো বড় বাশ।
আর খেইল্লেন না মানষের জীবন লইয়া তাস।
এবার এই ক্যামিকালের গোডাউন পাডান প্রবাস।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




