পুর্বকথা :
ক্লোজআপ ছবি তোলার জন্যে বিশেষ করে ম্যাক্রো কোয়ালিটি ক্লোজআপ ছবি তোলার জন্যে অনেক ভেবে চিন্তে একটা স্থায়ী সমাধান বের করি কিছুদিন আগে !

বাংলাদেশে কোন দোকানে ম্যাক্র বা ক্লোজআপ ফিল্টার খুজে না পেয়ে অবশেষে সারা রাত চিন্তাভাবনা করে বের করলাম এই চমৎকার ট্রিক্স !
এই কাজটির জন্য সব থেকে সুবিধা হয় যদি আপনার লেন্সের ফিল্টার মাউন্ট ৬৭ মি.মি. হয় ! কেন সেটা পরে দেখাচ্ছি ....।
গঠনপ্রণালী :
সর্বপ্রথম কাজ হচ্ছে , আপনাকে নিউমার্কেট বা অন্য কোন জায়গা থেকে কম দামী একটা ইউভি ফিল্টার কিনে আনা । এবার বাসায় এসে সেটার দিকে ভাল করে লক্ষ্য করা !

দেখতে এমন একটি ফিল্টার । সব ফিল্টারের গঠনই প্রায় এক রকম !
ভাল করে লক্ষ্য করলেই দেখবেন ঐ ফিল্টারের ভেতরে দিকে ২পাশে দুটি ছোট খাঁজ কাটা আছে ! এবার আপনার বা আপনার ছোট ভাই বোন এর স্কেলবক্স থেকে কাটা কম্পাস বের করে ঐটা দিয়ে ২পাশের খাঁজে বসিয়ে খুলে ফেলবেন । ঐটা একটা প্যাঁচ যুক্ত জিনিস যা ফিল্টারের গ্লাসটাকে আটকিয়ে রাখে !!

যদি খোলা সম্ভব না হয় তবে আপনাকে একটা হাতুড়ি দিয়ে ঐ গ্লাস ভেঙে ফেলতে হবে ! তবে সাবধান যেন ঐ প্যাঁচ ও ফ্রেমের কোন ক্ষতি না হয় ! এমন কি আপনার হাত ও যেন কাঁটে সেদিকে খেয়াল রাখবেন !
এবার যাদের ৬৭ মি.মি. ফিল্টার সাইজ তারা সরাসরি চশমার দোকানে গিয়ে +১, +২ , +৩ , +৪ , +৫ , +৬ যে যেমন ম্যাগনিফিকেশন চান তেমন এক পেয়ার গ্লাস কিনে আনবেন ! ঐটা ৬৭ মি.মি. ফিল্টারের সাথে একবারেই ফিট করবে । এবার ঐ সেই প্যাঁচ টা লাগিয়ে দিন । এতে করে আপনার গ্লাস টা আর খুলে পড়ে যাবে না ! একদম অরজিনাল ফিল্টার এর মতই দেখাবে !

আর যাদের ৬৭ মি.মি. এর কম সাইজের ফিল্টার তারা ঐ প্যাঁচ এর সাইজ এর সমান / তবে একটু কম হলে ভাল/ করে চশমার দোকান থেকে ঐ ১পেয়ার গ্লাসটাকে মাঝ থাকে প্যাঁচ টা বসিয়ে কেটে নিয়ে আসবেন ! তারপর ঐ ফিল্টারের ফ্রেমে বসিয়ে প্যাঁচ এটে দিলেই আপনার ক্লোজআপ ফিল্টার তৈরি !!

তারপর আমার এই ছবির চেয়েও সুন্দর সুন্দর ছবি তুলে নিজের এবং অন্যের চোখে শান্তির পরশ বুলিয়ে দিবেন !!

যারা সফল না হবেন তাদের জন্যে বলছি ,, যদি কিছু মনে না করেন তবে আপনারা এই ফেসবুক পেজ এর ইনফো থেকে আমার ফোন নাম্বার নিয়ে একটু কষ্ট করে কল দিতে পারেন ! ৪টার পরে !
ধন্যবাদ সবাইকে !!! হ্যাপি ব্লগিং এবং ফটোগ্রাফি !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


