আজ ২৫ তারিখ খ্রিষ্টান ধর্মালম্বীদের বিশেষ এবং সব থেকে আনন্দের একটি দিন । আর আজ আমার এবং আমাদের সব থেকে প্রিয় ব্লগার জিসান শা ইকরাম ভাই এর জন্ম দিন !
আজ এই বিশেষ দিনে ঐ বিশেষ মানুষের জন্মদিন এবং আমাদের নিকটতম ঐ ধর্মালম্বীদের ধর্মীও অনুষ্ঠানের সুখ সমৃদ্ধি কামণা করে এই পোষ্ট ঐ দুই উপলক্ষ্যের উদ্দেশ্যে উৎসর্গ করা হলো................
১/ একটু উষ্ণতার জন্যে !!

২/
মানব জীবন হত যদি এমন সমান্তরাল !!!
হয়তো সেথায় থাকতো না সুখের কোন আকাল !!!

৩/ তিব্র শীত ও দারিদ্রতার মাঝেও সদা হাস্যজ্জল , সম্পর্কের উষ্ণ বাধনে !

৪/ বনের ছোট্ট একটি ফুল !

৫/ আমাদের ফুল ছোট্ট ফুল ..!

৬/ ওরা নিশাচরী ........!!

জিসান ভাইয়া দেরি হয়ে গেলেও লেট হয়ে যাওয়ার ভয়ে আগেই পোষ্ট দিয়ে দিলাম
খ্রীষ্টধর্মালম্বী ভাই ও বোন সবাইকে শুভেচ্ছা !!!!!! হ্যাপি ক্রিসমাস ডে !!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




