------------------------------------
দেহের ভিতর রোগ ধরেছে রোগ ধরেছে মনে
এম.বি.বি.এস বলেন হেসে আমার কথা শুনে
এন্টিবায়েটিক দিলাম কষে দুদিন পরে রোগ পালাবে ভয়ে
রোগ সারেনা রোগ সারেনা যাচ্ছে জীবন ক্ষয়ে।
হোমিওপ্যাথি বিজ্ঞ বলেন আমার ঔষধ খেয়ে এম বি বি এস ফেল
সকাল বিকাল দুই ফোঁটা খান দেখবেন কেমন, যাদুর মতন খেল
রোগ সারেনা রোগ সারেনা যাচ্ছে জীবন ক্ষয়ে,
দেহের ভিতর মনের ভিতর রোগ যে বাড়ে ভয়ে।
বদ্যি মশাই বদ্যি মশাই যাচ্ছি ওভাই মরে
কি করেছেন এই রোগ কি আর ঐসবে ভাই সারে?
আমার কাছে এলেন যখন দেখেন কেমনে করি বশ
চড়ুই পাখির কলিজার সাথে খান চিরতার-ই রস
রোগ সারেনা রোগ সারেনা যাচ্ছে জীবন ক্ষয়ে
ছুটছে জীবন যাচ্ছে জীবন বদনা হাতে নিয়ে।
গেলাম শেষে ওঝার কাছে জীর্ণ-শীর্ণ জীবন নিয়ে
শুকনো মরিচ সর্ষের তেলে পুড়িয়ে আগুন দিয়ে
হাসি হেসে দিল শেষে বোতল ভরে মন্ত্র পড়া জল
নিয়ম মেনে খাবি পালাবে সব জীন ভুতের-ই দল
রোগ সারেনা রোগ সারেনা যাচ্ছে জীবন ক্ষয়ে
জীবন নিয়ে টানাটানি কাটছে জীবন ভীষণ ভয়ে।
এম.বি.বি.এস, হোমিওপ্যাথি, বদ্যি মশাই, ওঝা মিলেমিশে
সকল রোগের-ই বিজ্ঞ মিলে, দিচ্ছে ঔষধ খাচ্ছি পিশে
গলার ভিতর আঙ্গুল দিয়ে টুটি চিপে।
মন মানে না রোগ সারেনা যাচ্ছে বুজি আয়ু
ঔষধ ঔষধ খেয়ে খেয়ে নতুন আরও রোগ হয়েছে জায়ু।
01-01-2015 Mirpur, Dhaka, Bangladesh 10 pm