কেনো যে বৃষ্টিটা হলো না
আর একটু হলেই কিন্তু পড়তো,
মেঘ গুলো জমে উঠেও উঠলো
তবুও বৃষ্টিটা হলো না ।
আজ যাবৎ সাতদিন ধরে একি পান্জাবি পরে
গৃশ্যের কাঠ ফাটা রোদে পার্কের বেণ্চিতে শুয়ে পরি
বৃষ্টিটা হলেই ধু্য়ে নিতাম তাকে নিশ্চুপে
কিছুই কেউ বুঝতো না ।
যাদের তারা ছিলো, ওদের বিশয় অন্য,
আমি প্রায়ই তো বক্শিবাজারে ঢুকতে
ঐ সিগ্নালের পর বাস-স্টপে দারিয়ে পরি,
ভিকেরি মতিন ওর আশে পাশেই ঘুরে ফিরে ।
আমিও লোভে থাকি, সাত নাম্বার বাস ধরে
আসবে তুমি রোজকার মত ছ্য়টার পর পরই ।
কেনো যে বৃষ্টিটা হলো না
আর একটু হলেই কিন্তু পড়তো ।
রুবি রায়-এর গানটা মনে করে
বগোল তলে ছাতা নিয়ে ছুটে যেতাম
তোমায় দৌরে আনতে,
কেনো যে বৃষ্টিটা হলো না ।
আর একটু হলেই কিন্তু হতো, আর
সাথে সাথে গুছিয়ে নিতাম
এই এলোমেলো জীবনটা ছাতার তলে
আমরা দুজন জরিয়ে ধরে একসাথে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



