সাপ লুডু
জসিম উদ্দিন জয়
জীবন মানে এক সাপ লুডু খেলা,
মরিচিকায় ডুবে যায় স্বপ্নের ভেলা।
ক্ষনিকের জমে উঠা জীবনের মেলা,
ফুরাই এ- জীবন বেলা -অবেলা।
তবুও মানুষ
স্বপ্নের সারথি চড়ে চাদের রথে,
সাজায় দিন রঙীন জীবনের পথে।
ভুল পথ ভুল মানুষের খপ্পরে
কখনো কারো আজন্ম সর্বনাস,
খেলিছে বিশ্ববাসী ভাগ্যের পরিহাস।
কখনও কারো জীবন তাসের ঘর,
সাপলুডু জীবন কখনও বিষের নর।
যেখানে সাজানো হয় না কিছু,
নিষিদ্ধ অন্ধকার নেয় তার পিছু ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬