আজ আমার কপালে কি আছে- কইতারিনা।ধুর যা হাবার হইবে। কপালের লেখা গত শবে-বরাতে আল্লাহ্ লেইক্ষা থুইছেন। আমি এই পুষ্টের পর ব্যান হইলে- বুজমু, ইহা শবে-বরাতের লিখন। আল্লাহ্ নিজের হাতে ইকোনো বলপেন দিয়া লিখছেন
সবাই কত্ত ফাইন ফাইন ছবি ব্লগ দেয়। আইজ আমার ভাব জাগসে, জোস উইট্ঠা গেসে শরীরে। তাই এই ছবি ব্লগ। কেউ যাইয়েন না,খানা পিনার ব্যবস্থা করছি
অ-জানা আপু :
কে এই বালিকা ? খালি লাফাইতে থাহে ? এত ফুর্তি আইল কোথা দিয়া ? একবারো কি এই বালিকার হাত পাও ভাংগে নাই?
লাফ দেহেন
১।
২।
কুন লাফ গুলান সুন্দর ? উপরের ২ ডা ? নাকি নিচের ২ডা ?
৩।
৪।
ছায়া ভাই
এই কবির
৫।
ছায়া উনি।
৬।
নামটা শুনলেই ধানসিড়ি নদীর কতা মনে অয়।
কিন্তু ছায়া ভাই কি এই ধানসিড়ি নদী দেখছেন ?
৭।
কুনদিন কি এই সিমেন্টের ঘাটলায় বইয়া , বিড়ি খাইতে খাইতে,
' আবার আসিব ফিরে এই ধানসিড়ি....' এই কবিতা কইছেন ?
৮।
কে এই ছায়া ?
*যারা রাজাকারগো ভাল পায় , তাগো ভাবনায় : ছায়া মুসলিম হইয়া ,হিন্দু নাম নিল কেন ? নজরুলের ছায়া নাম নিল না কেন ? কেইসটা কি ? সব ধোকা নয়তো ? আইচ্ছা টেশ কইর্যা দেহি তো
৯।
*যারা ছাগ্লা/ছাগু পিডায় , হেগ ভাবনায় : ছায়া কনফার্ম ছাগু। আমাগ রক্ত গরম। ছায়ার ঠান্ডা। ছাগুগ রক্তও ঠান্ডা । ২+২ = ৪
* জিসানের ভাবনায় : ছাগু আর ছাগু পিডাইন্যাগ খামার খাইয়া , ছায়ার পেট এইরম ফুইল্লা গেছে। আহারে
১০।
রিনঝিন আপা আমার ধারনায় উনিও একজন
যেদিন এই আফারে দেখলাম,
জিসান :আফনারে আমি ডরাই ?
রিনঝিন : কেন ?
জিসান :অনেক আগে হুনছি, আফনে মডু। আফনার ব্লগেও যাইনা।কি না কি উল্টা পাল্টা কমেন্ট দেই, পরে আপনি আমারে ব্যন করবেন
রিনঝিন : আমি মডু না
জিসান : আইচ্ছা
নির্ভয় হইলাম। কিন্তু , ছোট মির্জা যহন চিক্কইর দিয়া কইল- আমি আর কতদিন পর , প্রথম পাতায় একসেস পামু ? এই চিক্কইরের ৪ ঘন্টা পর - ছোট মির্জা প্রথম পাতায় আইল কেমনে ?
মনসুর ভাইগ্নার আড্ডায় তাইলে- মডু আইসিল কেডা ?
আফাগো আমনে আর কতদিন আমার দিকে পিছন ফিইর্যা থাকবেন ?
একটু আমার দিকে ফেরেন
১১।
ছবি ২ টার পার্থক্য কি ?
১২।
১৩।
ইলিশ মাছ রানতাছি। না খাইয়া যাইয়েন না কেউ।
১৪।
১৫।
একখান গান গাই ( ছুড বেলার ছড়া -আমার সবচাইতে প্রিয় গান )
কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও ? ......
এই কাঠবিড়ালিটা আমার এত্ত প্রিয় কেন ? যহনই সময় পাই এই গান গাই
১৬।
সব শেষে এই বাহারি পান।
১১০ পদের মসলা দিয়া। ঠোট লাল হইলে অনেক সুবিধা
১৭।
@@ ৩,৬,৭,৮,১১,১৪,১৫,১৭ নং ফটুক গুলান জিসানের তুলা
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




