জীবনের পথে ছুটে চলেছি
আপন গতিতে,
এই ছুটে চলার পথে
ধীরে ধীরে বদলে যাচ্ছে চারপাশ।
জীবনের সবুজ মুহুর্তগুলো
হারিয়ে যাচ্ছে সময়ের গর্ভে;
মরুময় হয়ে পড়ছে চলার পথ,
বৈশাখের শীলাপাতে আহত শষ্যের মত
বিবর্ণ হয়ে পড়ছে অনাগত দিনগুলো।
মাঝে মাঝে মরিচীকার মত ধরা দেয়
এক টুকরো সুখ স্মতি, কিন্তু -
তারপরই হারিয়ে যায়
পাথুড়ে পাহাড়ের মত কঠিন বাস্তবতার আড়ালে।
ঝাপসা হয়ে আসে নিজের কাছে নিজের অস্তিত্ব।
তবুও চলেছি এই পথে, কারণ -
এ পথে চলতেই হবে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




